Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান-বাংলাদেশ এক হয়ে যেতে পারে: হরিয়ানার মুখ্যমন্ত্রী

মনোহর লাল খাত্তার। ছবি: সংগৃহীত

ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে এক দেশ গড়া যেতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

মঙ্গলবার (২৫ জুলাই) হরিয়ানার গুরুগ্রামে ক্ষমতাসীন বিজেপির জাতীয় মাইনরিটি মোর্চার ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মনোহর লাল এ মন্তব্য করেন।

তিনি বলেন, পূর্ব ও পশ্চিম (জার্মানি) এক হয়ে যেতে পারলে ভারতের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের এক হয়ে যাওয়াও সম্ভব। এটাতো বেশি দিন আগের ঘটনা নয়, মানুষ বার্লিন প্রাচীর ভেঙে ফেলেছে।

১৯৪৭ সালের ভারতভাগকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই বিভাজন ধর্মবিশ্বাসের ভিত্তিতে ঘটেছিল। সে সময় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ‘সংখ্যালঘু’ তকমা দেয়া হয়েছিল, যাতে তাদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি না হয়।

ভারতীয় জাতীয় কংগ্রেসের দিকে ইঙ্গিত করে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, পুরনো এই দলটি সংখ্যালঘুদের মধ্যে আরএসএসের ভয় দেখিয়ে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টি করছে। কিন্তু মানুষ কংগ্রেসের মতাদর্শ এখন বুঝতে পেরেছে।

ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায় উল্লেখ করে মনোহর লাল খাত্তার বলেন, স্বাধীনতার পর থেকে কংগ্রেস সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। বিজেপির লক্ষ্য হচ্ছে সবার সঙ্গে থাকা ও সবার উন্নয়ন।

ইউএইচ/

Exit mobile version