Site icon Jamuna Television

রংপুরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইমাম গ্রেফতার, রিমান্ড চাইবে পুলিশ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের মাহিগঞ্জের কল্যাণীতে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় ৮১ দিন পর মসজিদের ইমাম মাহফুজুল ইসলাম গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) ভোররাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবল ছড়ি বাজার সংলগ্ন ডাকবাংলো হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে রংপুর র‍্যাব-১৩।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি মাহফুজুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার তাকে আদালতে উপস্থাপন করে আমরা রিমান্ডের আবেদন করব।

ওসি মোস্তাফিজ জানান, ৫ মে মাহিগঞ্জ থানাধীন কল্যাণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈয়ব মৌজার দলবাড়ীতে তিন বছরের শিশুকে ধর্ষণ করে প্রভাবশালী স্থানীয় মসজিদের ইমাম মাহফুজুর রহমান। পরের দিন এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয় থানায়।

পুলিশ আরও জানায়, ওই ইমাম এর আগে পীরগাছা থানার একটি ধর্ষণ মামলায় কারাগারে ছিলেন। এছাড়াও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে এবং প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়ায় ওই এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে।

জেডআই/

Exit mobile version