Site icon Jamuna Television

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। স্থায়ী হয় ৩০ সেকেন্ডের মতো। খবর রয়টার্সের।

বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে লুজন দ্বীপে অনুভূত হয় কম্পন। আতঙ্কে রাস্তায় নেমে আসে বাসিন্দারা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, আব্রা প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল।

রাজধানী ম্যানিলাসহ দূরবর্তী স্থানগুলোতেও টের পাওয়া যায় কম্পন। এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বাড়িঘরে ফাটল ও বিধ্বস্ত গাড়ির ছবি ঘুরে বেড়াচ্ছে।

/এমএন

Exit mobile version