Site icon Jamuna Television

ব্রিটেনে দুই প্রধানমন্ত্রী প্রার্থীর বিতর্ক চলাকালে অজ্ঞান হয়ে গেলেন সঞ্চালক

সরাসরি সম্প্রচার চলাকালেই অজ্ঞান হয়ে পড়লেন সঞ্চালক! মঙ্গলবার (২৭ জুলাই) যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী প্রার্থীদের টিভি বির্তক চলাকালে হয় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা। খবর রয়টার্সের।

দ্যা সান ও টকটিভির যৌথ উদ্যোগে চলছিল এ বিতর্ক। শুরুতেই ছিল বড় চমক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসকে জন্মদিনের শুভেচ্ছা জানান তার একমাত্র প্রতিপক্ষ ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। তারপরই নানা অভিযোগ-বাগযুদ্ধে জড়ান দুই প্রার্থী।

অনুষ্ঠানের এক পর্যায়ে হঠাৎই জ্ঞান হারান সঞ্চালক কেট ম্যাককান। পরে সুস্থবোধ করে বাকি আয়োজন পরিচালনা করতে চাইলেও রাজি হননি প্রার্থীরা। বরং নিজেরাই অংশ নেন দশর্কদের প্রশ্নোত্তর পর্বে।

/এমএন

Exit mobile version