Site icon Jamuna Television

পাত্রী হিসেবে বেকার নারীই বেশি পছন্দ ভারতীয় পুরুষদের, বলছে অক্সফোর্ডের সমীক্ষা

ছবি: সংগৃহীত।

বিয়ের ক্ষেত্রে ভারতীয় পুরুষদের বেশি পছন্দ বেকার নারী, অর্থাৎ যেসব নারী বিয়ের পর শুধুমাত্র ঘর-সংসার সামলাবেন, স্ত্রী হিসেবে এমন নারীই বেশি পছন্দ দেশটির বেশিরভাগ পুরুষের। সম্প্রতি এ তথ্য উঠে এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিয়ের জন্য পাত্র-পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বেশ জনপ্রিয় ভারতে। এসব ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করেই সম্প্রতি এ ফলাফল প্রকাশ করেছে অক্সফোর্ড। সমীক্ষায় দেখা গেছে, যেসব নারী কখনও বাইরে গিয়ে চাকরি করেননি, তাদের প্রোফাইল অন্যদের চেয়ে ১৫-২০ শতাংশ বেশি জনপ্রিয় পাণিপ্রার্থী পুরুষদের কাছে।

অন্যদিকে, এসব ওয়েবসাইটে ১০০ জন পুরুষের মধ্যে ৭৮-৮৫ জন চাকরিজীবী নারীদের প্রোফাইলে যান। তবে যারা সেসব প্রোফাইল ভিজিট করেন, তারাও খুব বেশি অগ্রসর হতে চান না।

সেসব নারীরা চাকরি করলেও বিয়ের পর তা ছেড়ে দিতে রাজি আছেন তেমন নারী আছেন পুরুষদের পছন্দের পরবর্তী তালিকায়। সমীক্ষা বলছে, বেশিরভাগ ভারতীয় নারী ৪০ বছর বয়সের মধ্যেই বিয়ে করে ফেলেন। তাদের কেউ কেউ বিয়ের আগে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, বিয়ের পর সম্পূর্ণভাবে সংসারের দিকে মন দেন। স্ত্রী হিসেবে এমন নারীদেরই পছন্দ পুরুষের।

এসজেড/

Exit mobile version