Site icon Jamuna Television

গুজরাটে চোলাই মদ পানে ৩ দিনে অন্তত ৩৬ জনের মৃত্যু, অসুস্থ অর্ধশত

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে চোলাই মদ পানে তিন দিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রায় অর্ধশত। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। খবর সিএনএনের।

প্রতিবেদনটিতে জানা গেছে, সোমবার (২৫ জুলাই) রাজ্যের প্রত্যন্ত এক গ্রামে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন অনেকে। মৃতদের শরীরে মিথাইল অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে, যা অত্যন্ত বিষাক্ত। তদন্তে দেখা যায়, অনুমোদন ছাড়াই দেশি মদ তৈরি করে স্থানীয় একটি চক্র। গত তিন দিনে গুজরাটের একাধিক জেলায় শতাধিক মানুষের কাছে বিষাক্ত মদ বিক্রি করে চক্রটি।

গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল আশিষ ভাটিয়া জানান, এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যার অভিযোগ গঠন হয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে ১০ জন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সেই সাথে, জব্দ করা হয়েছে ৪৭৫ লিটার মদ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে অ্যালকোহল বিক্রি ও সেবন নিষিদ্ধ। কেবল সরকারের বিশেষ অনুমতিপ্রাপ্তরা অ্যালকোহল জাতীয় পানীয় পান করতে পারেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেশটির আসাম রাজ্যে ভেজালযুক্ত অ্যালকোহল পান করে মৃত্যুবরণ করে কমপক্ষে ১৫৪ জন।

আরও পড়ুন: এক মাসে বিদ্যুৎ বিল ৩ হাজার ৪১৯ কোটি! হাসপাতালে বাড়িওয়ালা

/এম ই

Exit mobile version