Site icon Jamuna Television

দেশে ৩২ দিনের ডিজেল এবং ৯ দিনের অকটেন মজুদ আছে: বিপিসি

ফাইল ছবি

দেশে জ্বালানি সংকট নেই। আর আমদানি না করলেও আগামী ৩২ দিনের ডিজেল এবং ৯ দিনের অকটেন মজুদ আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ।

বুধবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জ্বালানি সরবরাহ ও মজুদের বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ মেট্রিক টন ডিজেল দেশে মজুদ রয়েছে। আর অকটন রয়েছে ১২ হাজার ২শ’ ৩৮ মেট্রিক টন। আগামী ৩০ জুলাই দেশে পৌঁছাবে আরও ৩০ হাজার মেট্রিক টন ডিজেল। আর ৬ মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে বলেও দাবি করেন বিপিসি চেয়ারম্যান।

এ বি এম আজাদ আরও জানান, দেশে ৪৪ দিনের জেট ফুয়েল এবং ৩২ দিনের ফার্নেস অয়েল মজুদ আছে। গ্রাহকদের তেল কম কেনার কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও তিনি এ সময় উল্লেখ করেন।

বিপিসি চেয়ারম্যানের দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে তেলের সরবরাহ ঠিক রাখার পরিকল্পনা নেয়া আছে।

/এমএন

Exit mobile version