Site icon Jamuna Television

নাটোরে গৃহবধূকে নির্যাতন ও কুপিয়ে জখমের ঘটনায় স্বামী ও দেবর গ্রেফতার

গ্রেফতারকৃত আব্দুল হাই ও তার ছোট ভাই রাব্বি হোসেন।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে গৃহবধূ মুক্তি খাতুনকে নির্যাতন ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলার ঘটনায় স্বামী আব্দুল হাই ও সহযোগী তার ছোট ভাই রাব্বি হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৭ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সাড়ে ১১টায় র‍্যাবের নাটোর কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এ সময় র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, নাটোর সদর উপজেলার বড় হরিশপুর চেয়ারম্যান পাড়া এলাকার আব্দুল হাই পারিবারিক বিরোধের জের ধরে গত ২৪ জুলাই দুপুরে তার স্ত্রী মুক্তিকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। হাসুয়ার আঘাতে মুক্তির সাতটি আঙ্গুল কেটে যায়।

পরে স্থানীয়রা মুক্তিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মুক্তি খাতুনের ভাই বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বুধবার ভোরে অভিযুক্ত আব্দুল হাই এবং তার ভাই রাব্বি মিয়াকে গ্রেফতার করা হয়।

এসজেড/

Exit mobile version