Site icon Jamuna Television

ভোগের প্রচ্ছদে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা

ছবি: সংগৃহীত

এবার জনপ্রিয় ব্রিটিশ ম্যাগাজিন ভোগের মডেল হয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। ভোগ ম্যাগাজিনের সর্বশেষ ডিজিটাল সংস্করণের প্রচ্ছদের মডেল হয়েছেন তিনি। প্রচ্ছদে সাহসী এবং ক্ষমতাধর নারী হিসেবে তুলে ধরা হয়েছে ওলেনাকে।

ভোগ ম্যাগাজিনের রাচেল দোনাদিওকে জেলেনস্কা বলেন, আমি সব সময় আড়ালে থেকে কাজ করতেই বেশি পছন্দ করি। এভাবে লাইমলাইটে আসাটা আমার জন্য বেশ কঠিন বিষয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, ভোগের প্রচ্ছদের মডেল হওয়াটা অনেকের কাছেই একটি স্বপ্ন। কিন্তু আমি চাই না যে আর কেউ নিজ দেশে যুদ্ধের কারণে এই প্রচ্ছদে উঠে আসুক।

তিনি আরও বলেন, যারা লড়াই করছেন, স্বেচ্ছাসেবক, শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন, কঠোর পরিশ্রম করছেন, ইউক্রেনের প্রত্যেক নারীকে আমার এই অবস্থানে দেখতে চাই।

/এনএএস

Exit mobile version