Site icon Jamuna Television

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি:

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৬ টি কিরিচ উদ্ধার করা হয়।

বুধবার (২৭ জুলাই) ভোরে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের সালামের দোকান এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোশারফ হোসেন সাগর (২২), আল আমিন হোসেন, আকাশ প্রকাশ মেন্ডেলা (১৯), আরাফাত প্রকাশ রাফি (২০) ও মো. ফয়েজ (২৪)।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৫ জুলাই নরোত্তমপুর ইউনিয়নের খেজুরতলা নামক স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষই পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সংঘর্ষের সিসিক্যামেরা ফুটেজ সংগ্রহ করে।

এরপর, সংঘর্ষে জড়িতরা পুনরায় পাল্টাপাল্টি প্রতিশোধ নিতে মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় মিরওয়ারিশপুর ইউনিয়নের সালামের দোকান এলাকায় সংঘটিত হবে এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সে এলাকায় অবস্থান নিয়ে সিসিক্যামেরা ফুটেজে শনাক্ত হওয়া সাগরকে ১ টি আগ্নেয়াস্ত্র ও ৬ টি কিরিচসহ গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত অপর তিনজনের তথ্য দেয় সাগর। পরে বুধবার (২৭ জুলাই) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত অপর তিনজনকেও গ্রেফতার ও তাদের হেফাজতে থাকা অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের অস্ত্র আইনে মামলা দায়ের শেষে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

/এসএইচ

Exit mobile version