Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে গুলি চালানো নারী পুলিশের হাতে আটক

পুলিশের সাহসী অভিযানে যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে আটক করা হয়েছে এক বন্দুকধারীকে। মঙ্গলবার (২৬ জুলাই) সন্দেহভাজন হামলাকারীকে আটকের সেই ভিডিও প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। খবর নিউইয়র্ক টাইমসের।

নিরাপত্তা বাহিনী জানায়, সোমবার বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করেন এক নারী। সেখানে আকস্মিক তিনটি ফাঁকা গুলি চালান তিনি। এসময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। তাৎক্ষণিকভাবে তাকে রুখতে অভিযান শুরু করে পুলিশ। অস্ত্র ফেলে দেয়ার আহ্বান জানালেও তা শোনেননি ওই নারী। সেসময় বন্দুকধারীর দিকে গুলি ছোড়ে পুলিশ সদস্যরা। এক পর্যায়ে অগ্রসর হয়ে তাকে পাকড়াও করতে সক্ষম হন তারা। ওই নারীর উদ্দেশ্য সম্পর্কে জানতে চলছে তদন্ত।

এটিএম/

Exit mobile version