Site icon Jamuna Television

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ।

বুধবার (২৭ জুলাই) ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য ম্যাচে ২৯ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। গোল দিয়ে স্বস্তির নিশ্বাস নেয়ার আগেই বাংলাদেশের জালে পাল্টা গোল করে খেলায় সমতা নিয়ে আসে ভারত। ৩৫ মিনিটে গুরকিরাতের গোলে লাল-সবুজদের উচ্ছ্বাসে বাধা পড়ে।

তবে, খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। খেলার ৪৫ মিনিটে পেনাল্টি থেকে পিয়াস গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেলেও স্কোরের সংখ্যা কেউ বাড়াতে পারেনি। এর ফলে, টানা দ্বিতীয় জয়ে ফাইনালের পথে বাংলাদেশ ও নিজেদের প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে।

/এনএএস

Exit mobile version