Site icon Jamuna Television

ওজন নিয়ে কটূক্তি, বিয়ের পাঁচ মাস পর ‘আত্মঘাতী’ অন্তঃসত্ত্বা!

ছবি: সংগৃহীত

শাশুড়ির বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে ‘আত্মঘাতী’ হলেন অন্তঃসত্ত্বা এক তরুণী। বিয়ের পাঁচ মাস পর ওই তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ের বেলাচেরিতে। খবর আনন্দবাজার পত্রিকার।

তরুণীর বোনের অভিযোগ, ওজন বেশি হওয়ার জন্য বোনকে সারাক্ষণ কটূক্তি করতেন তার শাশুড়ি। এমনকি, অন্তঃসত্ত্বা বোনের খাওয়ায় কড়াকড়িও শুরু করেছিলেন তিনি। শাশুড়ির এই অত্যাচারের জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তার বোন।

নিহতের বোন আরও বলেন, ওজন নিয়ে কটূক্তির পাশাপাশি তার বোনের পোশাক নিয়েও নানা কথা শোনাতেন তার শাশুড়ি। একটি মেসেজে শাশুড়িকে কাঠগড়ায় তুলে আত্মহনন করার কথা জানিয়েছিলেন ওই তরুণী। মেসেজটি পাওয়ার পর বেলাচেরিতে ছুটে যান তরুণীর বোন। এরপর বোনের অস্বাভাবিক মৃত্যুর খবর জানতে পারেন। বোনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার বেলাচেরি এলাকায় তরুণীর বাপেরবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের পরই তরুণীর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরও পড়ুন: টিকটকে ভিডিও, ৭০০ কিমি গাড়ি চালিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক
ইউএইচ/

Exit mobile version