Site icon Jamuna Television

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো শাবিপ্রবি শিক্ষার্থী হত্যাকাণ্ডের আসামি

কড়া নিরাপত্তায় আবুল হোসেনকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ।

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের আসামি আবুল হোসেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৭ জুলাই) বিকেলে জালালাবাদ থানা থেকে কড়া নিরাপত্তায় আবুল হোসেনকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন ভুইঁয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আবুল হাসান। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যা মামলায় আবুল হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। অপর দুই আসামিকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

/এসএইচ

Exit mobile version