Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতা ঠেকাতে পুলিশের গুলি, শিশু নিহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ডিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোটের ফলাফলকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও গুলি ছোঁড়ে পুলিশ। গুলিতে মীরডাংগী দিঘি পাড়ার বাদশা আলমের ৬ মাস বয়েসী শিশুর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

নিহত শিশুর বাবা জানান, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছিলো, তাই সন্তানকে নিয়ে গিয়েছিলেন কেন্দ্রে। সন্তান হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

এ বিষয়ে রাণিশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/এসএইচ

Exit mobile version