Site icon Jamuna Television

চাকরি না ছাড়ায় বিয়ের আড়াই মাস পর স্ত্রীকে হত্যা করেছে স্বামী

গ্রেফতার ঘাতক স্বামী রাসেল মোল্লা। ইনসেটে সুমি আক্তার।

চাকরি না ছাড়ায় বিয়ের আড়াই মাসের মধ্যে নববধূ সুমি আক্তারকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘটনার দুইমাস পর গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) কেরানীগঞ্জ থেকে স্বামী রাসেল মোল্লাকে গ্রেফতার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল সুমিকে হত্যার কথা স্বীকার করেছে।

সিআইডি বলছে, বিয়ের পরেও সুমি তার চাকরি চালিয়ে যাবে; এমন শর্তে বিয়ে হয়েছিলো তাদের। তবে বিয়ের পর কথা পাল্টে যায় তার শ্বশুর বাড়ির লোকজনের। চাপ দিতে থাকে চাকরি ছাড়ার। যা ছাড়তেও চেয়েছিলেন সুমি। তবে অফিসের অনুরোধে নতুন কর্মী পাওয়া পর্যন্ত তাকে থাকতে বলেন অফিসের কর্মকর্তারা।

আর এর জেরেই রাসেল সুমিকে প্রথমে মারধর, পরে ধারালো দা দিয়ে গলায় কোপ দেয়। চলতি মাসের ২১ তারিখ স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় রাসেল। চাকরি সংক্রান্ত এ জটিলতা ছাড়া অন্য কোনো মোটিভ খুঁজে পাওয়া যায়নি বলে জানায় সিআইডি।

আরও পড়ুন: এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখতে টাস্কফোর্সের সুপারিশ

জেডআই/

Exit mobile version