Site icon Jamuna Television

আরব আমিরাতেই হবে এশিয়া কাপ

ছবি: সংগৃহীত

সব শঙ্কা সত্যি হলো। এশিয়া কাপ হচ্ছে না অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কাতে। সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের আসর, তবে আয়োজক থাকছে শ্রীলঙ্কাই।

বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তাদের এ সিদ্ধান্ত। তবে শ্রীলঙ্কা তাদের আয়োজক স্বত্ব হারাচ্ছে না। স্বাগতিক হিসেবেই লঙ্কানরা অংশ নেবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে।

বেশ কিছুদিন থেকেই গুঞ্জন ছিল এশিয়া কাপ হবে না শ্রীলঙ্কাতে। বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল বাংলাদেশ ও ভারতকেও। তবে বৃষ্টির কথা মাথায় রেখে ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিলো আয়োজকরা। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দলের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আমিরাতের মাটিতে।

ইউএইচ/

Exit mobile version