Site icon Jamuna Television

মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য রফতানি শুরু

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি:

চলতি বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সাথেসাথেই এ বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য রফতানি শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকার ফকির অ্যাপ্যারেলস লি., উইন্ডি অ্যাপ্যারেলস লি., কে.সি. লিনজেরিয়া লি., আর্টিস্টিক ডিজাইন লি., নিট কনসার্ন লি., মেঘনা নিট কম্পোসিট লি., শারমিন অ্যাপ্যারেলস লিমিটেডসহ মোট ২৭টি গার্মেন্টস ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে মার্কস নেসনা নামক পানামার পতাকাবাহী একটি জাহাজ মোংলা বন্দরের ৮ নং জেটি থেকে পোল্যান্ডের উদ্দেশে রওনা করে।

পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব কমে দাঁড়িয়েছে ১৭০ কি. মি.তে। সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কি. মি.। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়; সেই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হওয়ায় ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রফতানি করায় আগ্রহী হচ্ছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের জন্য আজকে একটি স্মরণীয় দিন। প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের পর ১ মাসের মধ্যে পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর এর মাধ্যমে গার্মেন্টস পণ্য রফতানির নবযাত্রা শুরু হলো। বিভিন্ন গার্মেন্ট কোম্পানির কন্টেইনার নিয়ে সরাসরি বন্দর হতে পোল্যান্ডের উদ্দেশ্যে এ পণ্য রফতানি হচ্ছে। ভবিষ্যতে আমদানি-রফতানির এ ধারা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা তার।

/এসএইচ

Exit mobile version