Site icon Jamuna Television

৩০% কোটা ফেরতসহ ৭ দফা দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ফাইল ছবি

৩০% কোটা ফেরতসহ ৭ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। কোটা ছাড়াও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা আইন পাশের দাবি জানানো হয় এ মানববন্ধনে।

এছাড়া জাতীয় সংসদে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫০টি সংরক্ষিত আসন সৃষ্টি, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি জানানো হয়।

দাবি মানা না হলে আগামী সেপ্টেম্বর সারা দেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

/এসএইচ

Exit mobile version