Site icon Jamuna Television

ফের ভারতে দৈনিক করোনা শনাক্ত ছাড়ালো ২০ হাজার

ছবি: সংগৃহীত

ভারতে দৈনিক করোনা সংক্রমণে আবার উদ্বেগ বেড়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) ফের দেশটির দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছেন আরও ২০ হাজার ৫৫৭ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বুলেটিনে জানানো হয়, এদিন করোনায় প্রাণ হারিয়েছেন ১০২ জন। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ লক্ষ ২৬ হাজার ২১১ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন আরও ১৯ হাজার ২১৬ জন। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৭৮৭ জন।

ইউএইচ/

Exit mobile version