Site icon Jamuna Television

নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার, মা-ভাবি আটক

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় নিখোঁজের ৩ দিন পর হুমায়রা (৭) নামের এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হুমায়রা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, গত ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় তার ভাবি বৈশাখির সাথে পাশের গ্রাম নয়াগাঁও বেড়াতে যায় হুমায়রা। তারপর থেকেই নিখোঁজ হয় শিশু হুমায়রা। বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে হুমায়রাকে হত্যার পর সোনিয়া কোম্পানির বালুর নিজে পুঁতে রাখে দুর্বৃত্তরা। এলাকার লোকজন গরুর ঘাস কাটতে গিয়ে হুমায়রার লাশ দেখে পুলিশে খবর দেয়। এ বিষয়ে হুমায়রার ভাবি বৈশাখী ও তার মাকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ৩ দিন পর নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তিনজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ইউএইচ/

Exit mobile version