Site icon Jamuna Television

কোভিডের পর স্বাদ ও ঘ্রাণ শক্তির দীর্ঘস্থায়ী ক্ষতি, বলছে গবেষণা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এমন ৫ শতাংশ মানুষের স্বাদ ও ঘ্রাণ শক্তির দীর্ঘস্থায়ী ক্ষতি হয় এমনটাই বলছে গবেষণা। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিএমজে জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে। খবর এএফপির।

করোনা ভাইরাসে আক্রান্তদের স্বাদ ও ঘ্রাণ শক্তি হারানোর ঘটনা নতুন কিছু নয়। তবে এ লক্ষণ কতবার দেখা দিতে পারে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন গবেষকরা। এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য গবেষকরা এর আগের ১৮টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করেছেন।

ফলাফল বিশ্লেষণ করে গবেষকরা দেখেন, কোভিড থেকে সেরে ওঠার ৬ মাস পরেও ৪ শতাংশ রোগীর ঘ্রাণ শক্তি আগের অবস্থায় ফিরে আসেনি। আবার ২ শতাংশের মতো রোগীর স্বাদ নেয়ার ক্ষমতা আগের মতো হয়নি।

গবেষকরা ধারণা করছেন, ৫.৬% রোগীর ঘ্রাণ শক্তির সমস্যা অব্যাহত থাকতে পারে যার মধ্যে ৪.৪% রোগী তাদের তাদের ঘ্রাণ শক্তি পুরোপুরি ফেরত নাও পেতে পারেন।

কোভিডের কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে এমন হতে পারে তা গবেষণাপত্রটিতে উল্লেখ করা হয়নি। তবে এর আগে চালানো গবেষণা অনুসারে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের এমন সমস্যার সম্ভাবনা কম।

এটিএম/

Exit mobile version