Site icon Jamuna Television

আঘাতের ১৫ মিনিটেই মৃত্যু হয়েছে শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুলের: ময়নাতদন্তকারী চিকিৎসক

নিহত বুলবুল আহমেদ। ছবি: সংগৃহীত।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদের শরীরে তিনটি আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শামসুল ইসলাম। এর মধ্যে বুকের বা পাশের একটি আঘাত ছিল গুরুতর, যার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি জানান, আঘাতের প্রায় ১৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে যমুনা টেলিভিশনকে এসব তথ্য দেন ওসমানী মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. সামসুল ইসলাম।

প্রসঙ্গত, গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গাজীকালুর টিলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় শাবিপ্রবির শিক্ষার্থী বুলবুল আহমেদকে উদ্ধার করা হয়। পরে তাকে অজ্ঞান অবস্থায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বুলবুল হত্যায় জড়িত সন্দেহে এরইমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দাবি, তারা সবাই পেশাদার ছিনতাইকারী।

জেডআই/

Exit mobile version