Site icon Jamuna Television

কুমিল্লায় পানিতে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন,
আবদুল কাইয়ুম ফাহমিদ (৯) ও আবদুর রহমান ফাওয়াজ (৮)। তারা একই পরিবারের আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) স্কুল ছুটি হওয়ার পর দুজনই বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় ফাহিমের বাবা জালাল উদ্দিন ও ফাওয়াজের বাবা বেলাল হোসেনসহ আত্মীয় স্বজনরা গ্রামের বিভিন্ন জায়গায় তাদের খোঁজাখুজি করে। পরে স্থানীয়রা ওই পুকুরে গোসল করতে নামলে দুই শিশুর মরদেহ দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ফাহমিদ ও ফাওয়াজ আপন চাচাতো-জেঠাতো ভাই। তারা সাঁতার জানতো না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।

এটিএম/

Exit mobile version