Site icon Jamuna Television

‘সাম্প্রদায়িক হামলা বন্ধে মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি’

সাম্প্রদায়িক হমলা বন্ধে মানুষের মানসিকতার পরিবর্তনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। সম্প্রতি নড়াইলে সাম্প্রদায়িক হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষ এমন কথা বলেন বক্তারা।

বৃহষ্পতিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সেখানে বক্তারা বলেন, নড়াইলসহ বিভিন্ন সাম্প্রদায়িক হামলা ও ঘটনায় চক্রান্ত প্রমাণিত হয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত না করতে পারলে এই চর্চা অব্যাহত থাকবে বলে শঙ্কা প্রকাশ করেন বক্তারা।

বৈঠকে বক্তারা আরও বলেন, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সরকারের কঠোর হস্তক্ষেপ ছাড়া এই দুষ্টচক্র থেকে বের হওয়া কঠিন।

/এমএন

Exit mobile version