Site icon Jamuna Television

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজার চালু করা জরুরি: এবিবি চেয়ারম্যান

ডলার বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে মুনাফা হাতিয়ে নিচ্ছে অসাধু গোষ্ঠী। এমন অবস্থায় আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজার সক্রিয় করা জরুরি হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।

ব্র্যাক ব্যাংকের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় এবিবি চেয়ারম্যান বলেন, গত ১০ দিনে ডলারের বাজার স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ব্যাংকিং খাতে এর সুফল মিলবে বলেও মনে করেন তিনি।

এছাড়া ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠনে জারি করা বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলারটি কোনো বিশেষ গোষ্ঠীর চাপে হয়নি জানিয়ে সেলিম আর এফ হোসেন বলেন, এতে খেলাপি ঋণ কমবে। বাড়বে ব্যাংকারদের জবাবদিহিতা।

/এডব্লিউ

Exit mobile version