Site icon Jamuna Television

পুঁজিবাজারের পতন ঠেকাতে রোববার থেকে কার্যকর হবে ফ্লোর প্রাইস

পুঁজিবাজারের পতন ঠেকাতে ফ্লোর প্রাইস বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বিএসইসি। বিগত ৫ দিনের ক্লোজিং প্রাইসের গড় দর হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। আগামী রোববার থেকে এটি কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে এ নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়, ফ্লোর প্রাইসের নিচে দর নামতে পারবে না। কোম্পানির বোনাস শেয়ার বা রাইট শেয়ারের কারণে ফ্লোর প্রাইসে থাকা সিকিউরিটিজের দর সমন্বয় হবে। নতুন শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং প্রাইসকে ফ্লোর প্রাইস হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে আজও দরপতন হয়েছে বেশিরভাগ শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮ পয়েন্টে। হাতবদল হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দরপতন হয়েছে ৩৩৩টি কোম্পানির শেয়ারের। মাত্র ২৫টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ২০৪ পয়েন্ট।

/এডব্লিউ

Exit mobile version