Site icon Jamuna Television

রেলের টিকেটের জন্য একদিন আগে থেকে লাইনে দাঁড়ানো!

ঈদ উপলক্ষ্যে রেলের আগাম টিকেট বিক্রির চতুর্থ দিনে দেয়া হচ্ছে ১৩ জুনের টিকিট। এদিন লাইলাতুল কদরের ছুটি হওয়ায় টিকেটের চাহিদা সবচেয়ে বেশি।

সকাল ৮টায় বিক্রি শুরু হলেও টিকিট সংগ্রহে রোববার বিকেল থেকেই কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ান টিকেট প্রত্যাশীরা। আজ সকালে টিকেট প্রত্যাশীদের লাইন স্টেশনের কম্পাউন্ড ছাড়িয়ে যায়।

টিকেট প্রদানে ধীরগতির অভিযোগ করেছেন অনেকেই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রেল স্টেশনে অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঈদ উপলক্ষে গত শুক্রবার শুরু হয় ট্রেনের আগাম টিকেট বিক্রি। আগামী দু’দিন দেয়া হবে ১৪ ও ১৫ তারিখের টিকিট।

Exit mobile version