Site icon Jamuna Television

যে উপলক্ষে মুশফিকের মাথায় আইসিসির ক্যাপ

ছবি: সংগৃহীত

আইসিসির লোগো সম্বলিত আকাশী-নীল রঙের ক্যাপ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

২০২১ সালে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান। বর্ষসেরা একাদশে জায়গা করে নেয়ার স্বীকৃতি হিসেবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকেই স্মারক হিসেবে সংস্থাটির লোগো সম্বলিত বিশেষ ক্যাপ দিয়েছে। ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২১’ লেখা সম্বলিত সেই ক্যাপই মুশফিকুর রহিমের হাতে এসে পৌঁছেছে।

বাংলাদেশের তিনজন ছাড়া ২০২১ বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার দুইজন করে ক্রিকেটার।

আরও পড়ুন: এক বছরে দুইটি আইপিএল আয়োজন করতে ভারতীয় বোর্ডকে রবি শাস্ত্রীর পরামর্শ

জেডআই/

Exit mobile version