Site icon Jamuna Television

ইসির সংলাপে অংশ না নেয়ার কারণ জানালো সিপিবি

রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। এ ধরনের সংলাপ ফলপ্রসূ হবে না। তাই, ইসির মতবিনিময়ে অংশগ্রহণ করেনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে দলটি। এসময় সিপিবি অবাধ-নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য কিছু প্রস্তাব উত্থাপন করে।

প্রস্তাবে বলা হয়, কমিশনের স্বাধীনতা নিশ্চিত সুনির্দিষ্ট বিধিবিধান যুক্ত করা, আদেশ পালন না করলে নির্বাহী বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ, আর্থিকভাবে স্বাধীন ইসি।

এছাড়া, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনকালীন নির্দলীয় তদারকির সরকার গঠনে সংবিধান সংশোধন, প্রার্থীর যোগ্যতা নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায়, না ভোট প্রদানের বিধান রাখা, ইভিএমে ভোট না করাসহ বেশকিছু প্রস্তাব তুলে ধরে সিপিবি।

/এনএএস

Exit mobile version