Site icon Jamuna Television

ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’র ১৩টি শো

মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা হাওয়া মুক্তি পাচ্ছে শুক্রবার। বহুল প্রতীক্ষিত ছবিটি দেখাতে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন রাখা হয়েছে ১৩টি করে শো।

শুক্রবার (২৯ জুলাই) থেকে বেলা ১১টা ২০ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ১২টা, ১টা ২৫ মিনিট, ২টা ০৫ মিনিট, ২টা ১০ মিনিট, ২টা ৫৫ মিনিট, বিকাল ৪টা ৫০ মিনিট, ৪টা ৫৫ মিনিট, ৫টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট এবং ৭টা ৪০ মিনিট- এই ১৩টি শো’তে ব্লকবাস্টার সিনেমাসে চলবে ‘হাওয়া’।

সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শক মহলে বাড়তি আগ্রহের কথা মাথায় রেখেই এত বেশি শো রেখেছে ব্লকবাস্টার সিনেমাস। ইতোমধ্যেই শোগুলোর বেশিরভাগ টিকেটই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন ব্লকবাস্টার সিনেমাসের ইভেন্ট ও মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান।

গভীর সমুদ্রের গল্প নিয়ে নির্মিত হাওয়া সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাজিফা তুষিসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

/এডব্লিউ

Exit mobile version