Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে নিহত ১

রাঙ্গামাটির কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে কাপ্তাইয়ের চৌধুরীছড়ার বালুচর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নিখিল দাস। সে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস’র সশস্ত্র শাখার সদস্য বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর টহল দলের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে জেএসএস সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয় নিখিল। সে কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়ার মৃদুল কুমার দাসের ছেলে।

/এনএএস

Exit mobile version