Site icon Jamuna Television

আইপিএল জিতে মন্দিরে প্রার্থনায় ধোনি

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের শিরোপা জয়ের এক সপ্তাহ হল। দুই বছরের নিষেধাজ্ঞা শেষে আসা চেন্নাই সুপার কিংসকে টুর্নামেন্ট সেরা হতে নেতৃত্ব দিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি।

১১তম আসরের ফাইনাল জয়ের পর গতকাল রোববার মন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন। ইন্ডিয়া টুডে জানাচ্ছে, নিজের এলাকা ঝাড়খন্ডের রাচিতে দেওরি দুর্গা মন্দিরে হঠাৎ করেই হাজির হন সাবেক ভারতীয় অধিনায়ক। প্রিয় তারকাকে দেখে ভক্তরাও জড়ো হন সেখানে।

ছোটকাল থেকেই কোনো বিশেষ মুহূর্ত এলেই এই মন্দিরে যেতেন ধোনি। আইপিএল শেষে চলতি জুনে ধোনিদের নতুন এসাইনমেন্ট হলো আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। তারপরের মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একই রকম সিরিজেও খেলবেন তিনি।

Exit mobile version