Site icon Jamuna Television

টয়োটা মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো নাভানা গ্রুপ

সম্প্রতি নাভানা লিমিটেড টয়োটা মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেছে। টয়োটা মোটর এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট ইওয়িচি মিয়াজাকি সম্মানজনক এই অ্যাওয়ার্ডটি নাভানা লিমিটেডকে প্রদান করেন।

টয়োটা এশিয়া প্যাসিফিক-এর পক্ষ থেকে টয়োটা তুশো এশিয়া প্যাসিফিক পিটিই. লিমিটেডের ভাইস চেয়ারম্যান (অটোমোটিভ ডিভিশন), আকিও ওগাওয়া অ্যাওয়ার্ডটি নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে নাভানা গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাভানা গ্রুপ সিইও, ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার, আহমেদ সাকিব, নাভানা গ্রুপ চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি প্রমুখ।

/এডব্লিউ

Exit mobile version