Site icon Jamuna Television

অস্ত্রোপচারে শিশু মৃত্যুর অভিযোগে ডাক্তার গ্রেফতার, বেসরকারি চিকিৎসাসেবা বন্ধ

রংপুরে অস্ত্রোপচারে শিশু মৃত্যুর অভিযোগে করা মামলায় গ্রেফতার সহকর্মীর মুক্তির দাবিতে সব ধরণের বেসরকারি চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন আন্দোলনরত চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

শনিবার টনসিল অপারেশনের সময় সেন্ট্রাল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে মৃত্যু হয় শিশু সিয়ামের। এ ঘটনায় মামলা করেন নিহত শিশুর বাবা রেজ্জাকুল ইসলাম। এরপরই অভিযুক্ত চিকিৎসক আব্দুল হাইকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে গতকাল থেকে আন্দোলনে নামেন চিকিৎসকরা। অভিযুক্ত চিকিৎসকের মুক্তি দাবিতে রংপুর চিকিৎসক সমাজের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য ক্লিনিকে অস্ত্রোপচার আর প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

Exit mobile version