Site icon Jamuna Television

পটুয়াখালী‌তে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সুরাইয়া আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলা পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করে। মৃত সুরাইয়া উপজেলার চরআন্ডা গ্রামের মস্তফা হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, একই এলাকার মো. সালেক মিয়ার ছেলে সোহাগ আকনের সাথে ৫/৬ মাস আগে সুরাইয়ার বিয়ে হয়। এ বিয়েতে মত ছিলনা সুরাইয়ার। এ কারণে অ‌ভিমা‌নে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়‌দের।

এটিএম/

Exit mobile version