Site icon Jamuna Television

মোস্তাফিজের ইনজুরি ভাবনার বিষয়: ওয়ালশ

দুই-দুইবার আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মোস্তাফিজের ব্যাপারে হতাশ কোর্টনি ওয়ালশ। এবার ইনজুরি লুকানোয় বোলিং কোচের কপালে চিন্তার ভাঁজ।

‘এটা আমার জন্য ভাবনার বিষয়। দ্বিতীয়বার সে আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেছে। বিষয়টা আমাদের ভেবে দেখা প্রয়োজন,’ওয়ালশ ক্রিকইনফোকে বলেন।

কোচের মতে, ‘তাকে সুস্থ এবং ইনজুরি মুক্ত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ সে বয়সে তরুণ। দিন শেষে খেলোয়াড়ের নিজের একটা দায়িত্ব আছে। কারণ আপনি দুটি ভিন্ন জায়গায় খেলছেন।’

ওয়ালশ বলেন এবার আগে থেকে ইনজুরির বিষয়ে জানলে কিছু একটা হয়তো করা যেত, ‘আমরা তার ইনজুরির বিষয়ে কিছু জানতাম না। আগে থেকে জানালে হয়তো তাকে ফেরানোর জন্য কিছু করা যেত। এরপর আবার দেশে ফিরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে। ইনজুরির কথা জানলে ওই ম্যাচে তাকে খেলানো হতো না।’

আইপিএল খেলতে যেয়ে আগেও চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজ। সেই ধাক্কা দুবছরেও কাটিয়ে উঠতে পারেননি। ২০১৬ সালে হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করিয়ে এসে চোটে পড়েছিলেন। আইপিএলের পরপরই সাসেক্সে খেলার সময় কাঁধের চোট মারাত্মক আকার নেয় তার। তখন অস্ত্রোপচার করাতে হয়।

Exit mobile version