Site icon Jamuna Television

পুয়ের্তো রিকোর সমুদ্র উপকূলে নৌকাডুবিতে নিহত ৫, উদ্ধার ৬৬

ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ- পুয়ের্তো রিকোর সমুদ্র উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে পাঁচ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। এ ঘটনায় ৬৬ জনকে জীবিত উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। খবর বার্তা সংস্থা এপির।

এক বিবৃতিতে মার্কিন কোস্টগার্ড জানায়, মানবপাচারকারীদের ছোট্ট একটি নৌকা এসে অভিবাসনপ্রত্যাশীদের যানটি ডুবিয়ে দিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা তাড়া করলে পাচারকারী চক্র পালিয়ে যায়। দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করলেও পাঁচজনের মরদেহ পাওয়া যায়। তবে দুই শিশুসহ ৬৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সবাই হাইতির নাগরিক।

ক্যারিবীয় দেশটিতে গ্যাং কালচার এবং খুন-রাহাজানি ও অপহরণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বেশিরভাগ হাইতিয়ান। অবশ্য এর জন্য তারা ঝুঁকিপূর্ণ বনের পথকেই বেছে নেন। মাত্র একদিন আগেই মার্কিন সমুদ্র উপকূল থেকে ১৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করে বাহামা কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version