Site icon Jamuna Television

পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটের বড় জয়

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হার দিয়েই নারীদের এশিয়া কাপ টি-২০ তে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল সালমা খাতুনের দল।

আজ সোমবার শক্তিশালী পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে এদিন মাত্র ৯৫ রানেই থামে পাকিস্তানি নারী দলের ইনিংস। জবাবে ১৩ বল সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাঘিনীরা।

৯৬ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই অবশ্য উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনার আয়েশা রহমানকে (৫) প্যাভিলিয়নে ফেরেন। তিন নম্বরে নামা ফারজানা হকও চলে যান ২ রান করে। তবে আরেক ওপেনার শামীমা সুলতানা ব্যাট হাতে শাসন করছিলেন পাকিস্তানি বোলারদের।

ব্যক্তিগত ৩১ রানে শামীমা ফিরে গেলেও নিগার সুলতানা ও ফাহিমা খাতুনের ব্যাটে ভর করে ১৩ বল ও সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। নিগার ৩১ ও ফাহিমা ২৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান নারী এশিয়া কাপের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা।

Exit mobile version