Site icon Jamuna Television

মুদ্রাস্ফীতি রোধে এশিয়ার বেশ কিছু দেশকে সুদের হার বাড়াতে হবে: আইএমএফ

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।

এশিয়ার বেশকিছু দেশের কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রাস্ফীতি রোধে সুদের হার বাড়াতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রকাশিত একটি ব্লগে এ তথ্য জানান আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।

তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা রোধ করতে দ্রুত সুদের হার বাড়াতে হবে এশিয়ার কিছু কেন্দ্রীয় ব্যাংককে। যদিও এশিয়ায় মুদ্রাস্ফীতি অন্যান্য অঞ্চলের তুলনায় মধ্যম পর্যায়ে রয়েছে। তবুও পরবর্তীতে মুদ্রাস্ফীতি যেনো আরও বাড়তে না পারে সেজন্য বেশ কয়েকটি দেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

শ্রীনিবাসন আরও বলেন, মুদ্রাস্ফীতির হার আরও বেড়ে গেলে তা একই সময়ে ভোক্তা, কোম্পানি এবং সরকারগুলোর জন্য বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে। তবে দেশভেদে এ নীতির সুপারিশ ভিন্ন হবে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারে হস্তক্ষেপ, অর্থনৈতিক নীতি (ম্যাক্রোপ্রুডেন্সিয়াল পলিসি) এবং মুদ্রা সরবহার ব্যবস্থা (ক্যাপিটাল-ফ্লো ম্যানেজমেন্ট) এর মতো পদ্ধতিগুলো এ ঝুঁকি মোকাবিলায় সরকারের জন্য প্রয়োজনীয় অস্ত্র হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে দেশগুলোর জন্য খুব বেশি দেরি করা ঠিক হবে না। দ্রুতই প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে জানান তিনি।

শ্রীনিবাসন বলেন, মহামারির চলাকালীন সময়ে অর্থনৈতিকভাবে উদীয়মান এশিয়ার বেশিরভাগ দেশই তাদের মূলধন বিদেশে চলে যাওয়ার অভিজ্ঞতা লাভ করেছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ভারতের ২৩ বিলিয়ন ডলার বিদেশে চলে গেছে বলেও জানিয়েছেন কৃষ্ণ শ্রীনিবাসন।

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড এবং ফিলিপাইন গত মাসেদাতের আর্থিক নীতি কঠোর করেছে। জনগণের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমাতে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হারও বাড়িয়েছে।

/এসএইচ

Exit mobile version