Site icon Jamuna Television

জিম্বাবুয়েতে সবগুলো ম্যাচ জিততে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে সবকটি ম্যাচই জিততে চায় বাংলাদেশ। হারারেতে প্রথম অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন আফিফ হোসেন। সেই সাথে মাঠে শতভাগ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার।

সিনিয়র ক্রিকেটাররা নেই এবারের জিম্বাবুয়ে সফরে, সেটা বোঝার উপায় নেই টাইগারদের ফুটবল অনুশীলন দেখে। ফুরফুরে মেজাজে হারারেতে প্রথম অনুশীলন সেশন শেষ করেছে টাইগাররা। সেই ফুরফুরে মেজাজাটা ধরে রাখতে চান ম্যাচেও। জিম্বাবুয়ের বিপক্ষে সবগুলো ম্যাচ জেতাই পরিকল্পনা আফিফদের।

টি টোয়েন্টিতে ৪৪টা ম্যাচ খেলে ফেলেছেন আফিফ। তবুও তরুণ ট্যাগটা লেগে আছে তার গায়ে। শট ফরম্যাটে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা ভাবা হয় তাকে। কিন্তু আফিফ ভবিষ্যৎ নিয়ে ভাবতে নারাজ।

আফিফ বলেন, আমি আসলে কখনো বড় করে ভাবি না যে সামনে কী আছে, আমি শুধু বর্তমানটায় ভালো করার চেষ্টা করি, আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। দিন শেষে যাতে আমি বলতে পারি আমি আমার শতভাগ দিয়েছি।

সিনিয়র না থাকা সোহানের টি-টোয়েন্টি দলে কি দেখা মিলবে নতুন মোড়কে? নাকি পুরোনো খোলোসেই বন্দি হয়ে থাকবে টাইগাররা সেটিই এখন দেখার বিষয়।

ইউএইচ/

Exit mobile version