Site icon Jamuna Television

অধ্যক্ষকে মারধর ও চাঁদাবাজির মামলায় রনি কারাগারে

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে মারধরের মামলায় মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলাটিতে উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য যান রনি। আবারও জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে রনিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে ভর্তি মৌসুম শুরুর আগে নুরুল আজিম রনির নেতৃত্বে ১০ থেকে ১২ জন হানা দেয় কলেজটিতে। লাঞ্ছিত করা হয় অধ্যক্ষকে। দাবি করা হয় মোটা অংকের চাঁদা। না দিলে আন্দোলনের নামে অচলাবস্থা তৈরি করে কলেজ বন্ধ করে দেয়ার হুমকিও দেয় তারা।

বিজ্ঞান কলেজ ছাড়াও নগরীর আরও কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন মালিক-শ্রমিকদেরও মারধর ও চাঁদা নেয়ার অভিযোগ আছে রনির বিরুদ্ধে।

Exit mobile version