Site icon Jamuna Television

রুশো ঝড়ে সিরিজে সমতায় প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ সিরিজের ২য় ম্যাচে ইংলিশদের ৫৮ রানে হারিয়ে সমতায় ফিরিয়েছে প্রোটিয়ারা। সফররতদের ৩ উইকেটে করা ২০৭ রানের জবাবে ১৪৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

প্রথম ম্যাচ হারের পর ২য় ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল প্রোটিয়ারা। দারুণ শুরু করা ডি কক ১৫ রান করে বিদায় নিলেও ২য় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন রাইলি রুসো আর রেজা হেন্ড্রিক্স। হ্যান্ড্রিক্স ৫৩ রান করে আউট হলেও বিধ্বংসী ছিলেন রুসো। তার ৫৫ বলে করা অপরাজিত ৯৬ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০৭ করে দক্ষিণ আফ্রিকা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল ইংলিশরা। ২৯ রান করে জশ বাটলার আউট হলে ভাঙ্গতে শুরু করে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। এরপর জনি বেয়ারস্টোর ৩০, মঈন আলীর ২৮ আর জেসন রয়ের ২০ শুধু ব্যবধানই কমিয়েছে। প্রোটিয়া বোলারদের দাপটে ১৬ ওভার চার বলে ১৪৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন রাইলি রুসো।

ইউএইচ/

Exit mobile version