Site icon Jamuna Television

ইউক্রেন থেকে শস্য পরিবহনে আশাবাদী জাতিসংঘ

ছবি: সংগৃহীত

নিরাপদ করিডোরের বিষয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও ইউক্রেন থেকে শস্য পরিবহনের বিষয়ে আশাবাদী জাতিসংঘ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সংস্থাটির ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস জানান, শুক্রবারই ইউক্রেনের বন্দর থেকে শস্যবাহী জাহাজ ছাড়ার কথা রয়েছে। তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জাহাজগুলো চলাচল করবে সেগুলো নিয়ে সৃষ্ট জটিলতার এখনো কোনো সমাধান হয়নি।

বিবৃতিতে তিনি বলেন, শস্য পরিবহন চুক্তির সাথে ৪টি পক্ষ জড়িত। ফলে চুক্তির শর্ত পূরণ এবং সেগুলো তত্ত্বাবধান করা সময়সাপেক্ষ বিষয়। বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে বিশেষ নজরদারির কারণে, নিরাপদ করিডোর দিয়ে জাহাজ চলাচল করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মার্টিন গ্রিফিথস আরও বলেন, কার্গো জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ কিছু সহায়তার প্রয়োজন হয়। যেমন টাগ বোট, সমন্বয়ক, চালক ইত্যাদি। নিরাপদ করিডোর দিয়ে ইউক্রেনের জাহাজ ছাড়পত্র পেলেও এসব সহায়ক ইস্যুর ক্ষেত্রে সিদ্ধান্ত কী হবে তাই নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এগুলো সমাধানযোগ্য।

ইউএইচ/

Exit mobile version