Site icon Jamuna Television

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন প্রণয় কুমার ভার্মা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার ভার্মা। বিক্রম দোরাইস্বামীকে লন্ডনে নিয়োগ দেয়া হবে।

বিক্রম দোরাইস্বামী হাইকমিশনার থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা বার্ষিকী উদযাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশ সফরে এসেছিলেন।

/এনএএস

Exit mobile version