Site icon Jamuna Television

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ: গেটম্যানকে আটক করেছে পুলিশ

ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে ওই রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয়।

এর আগে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের বরতাকিয়ায় রেলস্টেশন অঞ্চলে ঘটে এ দুর্ঘটনা। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ: চার সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, গেটম্যান না থাকায় মাইক্রোবাসটি ট্রেনলাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেন এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

/এনএএস

Exit mobile version