Site icon Jamuna Television

দক্ষিণেশ্বরে ক্লাসে শিস দেয়ায় ৭ ছাত্রের চুল কাটলেন প্রধান শিক্ষিকা

ছবি: সংগৃহীত

ক্লাসে শিস দেয়ার অপরাধে ৭ ছাত্রের ছাত্রের মাথার চুল কাটলেন প্রধান শিক্ষিকা। এই ঘটনায় আতঙ্কিত ছাত্ররা। প্রধান শিক্ষিকার এই আচরণে সরব হয়েছেন ছাত্রের অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে নবম শ্রেণিতে ভৌতবিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে শিস দেয়ার ঘটনাটি ঘটে। ওই ক্লাসের যিনি শিক্ষিকা ছিলেন, তিনি জানতে চান কোন ছাত্র এই আওয়াজ করে? কোনো সুনির্দিষ্ট উত্তর না পেয়ে, সন্দেহবশত ৭ জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারের ঘরে নিয়ে যান ওই শিক্ষিকা। প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারও জানতে চান যে, কোন ছাত্র ক্লাসে শিষ দিয়েছে? তারপরই সন্দেহের বশে ওই ৭ জন ছাত্রের মাথার চুল প্রধান শিক্ষিকা নিজে হাতে কাঁচি দিয়ে কেটে দেন।

অভিভাবকরা বলছেন, কে ওই কাজ করেছে, তা না জেরেই শুধু সন্দেহের বশে এমন শাস্তি দেয়া ন্যাক্কারজনক। তারা আরও বলেন, শাস্তি অনেকরকমের হতে পারে। কিন্তু এই ধরনের শাস্তি তারা মেনে নিতে পারছেন না। তাই প্রধান শিক্ষিকার শাস্তির দাবি জানাচ্ছেন।

/এনএএস

Exit mobile version