Site icon Jamuna Television

নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট তৈরি করতে চাই: সোহান

নুরুল হাসান সোহান।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে শনিবার (৩০ জুলাই) বিকেল পাঁচটায়। বাংলাদেশকে অনভিজ্ঞ মানতে নারাজ নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার দাবি, দলের অধিকাংশ ক্রিকেটারই ছয় থেকে সাত বছর ধরে আর্ন্তজাতিক ক্রিকেট খেলছে। সেই সাথে নিজেদের ক্রিকেটিং ব্র্যান্ড প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে সোহান বলেছেন, আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট তৈরি করতে চাই।

হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে বাউন্স থাকে একটু বেশি। সেটি বড় এক চ্যালেঞ্জই হতে পারে বাংলাদেশ দলের জন্য। প্রথম টি-টোয়েন্টির আগের দিন জিম-অনুশীলন দু’টিই সেরেছে বাংলাদেশ দল। তবে সবার ভেতরে কাজ করছে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ। সেই সাথে সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকদের ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও তাই কিছুটা শঙ্কা থেকেই যায়। সংবাদ সম্মেলনে ‘অনভিজ্ঞ বাংলাদেশ’ শব্দটা তেড়ে আসতেই অধিনায়ক নুরুলকে ব্যাখ্যা করতে হলো, কেন বাংলাদেশ অনভিজ্ঞ নয়।

নুরুল হাসান সোহান বলেন, আমাদের দলটিকে অনভিজ্ঞ বলা যাবে না। কারণ, বেশিরভাগ খেলোয়াড়ই ৬-৭ বছর ধরে ক্রিকেট খেলছে। তাই নিজেদের যথেষ্ট অভিজ্ঞই মনে করি। আর দল নিয়েও আমি সন্তুষ্ট। হয়তো সামনে চ্যালেঞ্জ আসবে। তবে সে সবের মুখোমুখি হতেও আমরা প্রস্তুত।

সাম্প্রতিককালে এই হারারে মাঠে প্রচুর ম্যাচ খেলেছে জিম্বাবু্য়ে। স্বাভাবিকভাবেই কন্ডিশনের ফায়দা পুরোটাই তুলতে চাইবে তারা। ফল যদি পক্ষে নাও আসে, তাতেও ভীত নন বাংলাদেশ অধিনায়ক। বরং, টি-টোয়েন্টিতে নিজেদের একটা ক্রিকেটিং ব্র্যান্ড প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। সোহান বলেন, আমরা বাংলাদেশি। আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্যান্য দল কী করছে তা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট তৈরি করতে চাই।

অন্যদিকে, জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন স্বপ্ন দেখছেন প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে হারানোর। তবে, ব্যাপারটি যে মোটেও সহজ নয় তাও বলছেন তিনি। ক্রেইগ আরভিন বলেন, বাংলাদেশ দলটি এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরও দারুণ একটি দল ওরা, লম্বা ব্যাটিং অর্ডার। প্রথম দু-তিনটি উইকেট ফেলে দিলেও আপনি নিশ্চিত হতে পারবেন না। সুতরাং আমাদের সারাক্ষণ ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।

ইনজুরিতে দুই শীর্ষ পেসার মুজারাবানি ও চাতারাকে হারিয়েছে জিম্বাবুয়ে। তবে, শীতের কন্ডিশনে এখনও অভ্যস্ত হতে পারেনি প্রচণ্ড গরম থেকে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা। তাই বেশ কয়েকটি চ্যালেঞ্জ জয়ের সমীকরণ এখন নতুন অধিনায়কের সামনে।

আরও পড়ুন: জিম্বাবুয়েতে সবগুলো ম্যাচ জিততে চায় বাংলাদেশ

/এম ই

Exit mobile version