Site icon Jamuna Television

পিরোজপুরে পাওয়ার গ্রিডে আগুন, ৫ উপজেলায় চার ঘণ্টা বন্ধ বিদ্যুৎ সরবরাহ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পাওয়ার গ্রিডে (১ /৩৩ কিলোভোল্ট সম্পন্ন) একটি ট্রান্সফরমারে (সিটি) আগুন লেগে গ্রিডের আওতায় থাকা ৫ উপজেলায় প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে এ অগ্নিকাণ্ডের পরে রাত সাড়ে ৮টার দিকে বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত লোড এবং প্রচণ্ড দাবদাহের কারণে শুক্রবার বিকেলে একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় এবং পরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভান্ডারিয়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের জুনিয়র আবাসিক প্রকৌশলী মো. এনায়েত হোসেন জানান, কাঠালিয়া উপজেলা ছাড়া বাকি ৪টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হলেও ক্ষতিগ্রস্থ ট্রান্সফরমারটি পরিবর্তন করে কাঠালিয়ায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সে ক্ষেত্রে, বরিশাল থেকে নতুন ট্রান্সফরমার না আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, বিকেলে আগুন লাগার কারণে বেশ কয়েক ঘণ্টা বিদুৎ সরবরাহ বন্ধ ছিল। রাতে ৮টা থেকে সাড়ে ৮টার দিকে বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

/এম ই

Exit mobile version