Site icon Jamuna Television

মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করলো স্পেন ও ব্রাজিল

ছবি: সংগৃহীত

মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে আফ্রিকার বাইরে প্রথম মৃত্যু হলো ব্রাজিল ও স্পেনে। শুক্রবার (২৯ জুলাই) ৪১ বছর বয়সী একজনের প্রাণহানির খবর জানিয়েছে ব্রাজিল। এর কিছুক্ষণ পরই সংক্রমিত একজনের মৃত্যুর খবর জানায় স্পেন।

এক বিবৃতিতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাঙ্কিপক্স সংক্রমণে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছিল মৃত ব্যক্তির। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৬৬ জনের শরীরে মিলেছে ভাইরাসটি। উপসর্গ রয়েছে আরও ৫১৩ জনের।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, দেশটিতে মাঙ্কিপক্সে সংক্রমিত শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৫০ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে সংক্রমণের শিকার হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। গত সপ্তাহে মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী জরুরি সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপকে চিহ্নিত করা হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে।

/এসএইচ

Exit mobile version